পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে প্রচার প্রচারণায় নেমেছে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. মহিব্বুর রহমান মহিব। এরই মধ্যে এমপি মহিব তাঁর নির্বাচনী এলাকার ভোটারদের কাছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে জেতাতে ভোট চেয়ে বেড়াচ্ছেন।
আজ সোমবার সকালে রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলটির সমর্থিত আনারস প্রতীকের প্রার্থী খলিলুর রহমান মোহনকে সঙ্গে নিয়ে উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের কাছে ভোট চান এমপি। এর আগেও গত ১৭ সেপ্টেম্বর নির্বাচনের প্রতীক বরাদ্দের আগেই কুয়াকাটায় অনুষ্ঠিত একটি নির্বাচনী প্রচারনায় অংশগ্রহণ করেন তিনি।
জানা গেছে, গত ২৩ আগস্ট জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এ তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এ নির্বাচনের আচরণবিধি অনুযায়ী, সরকারি সুবিধাভোগী ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচনী প্রচার প্রচারণায় ও অংশগ্রহণ করতে পারবে না।
এদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে একজন এমপি কীভাবে প্রার্থীকে সঙ্গে নিয়ে ভোট চান এ নিয়ে প্রশ্ন তুলেছেন সতন্ত্র প্রার্থীরা।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী কাপ পিরিচ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাকসুদুর রহমান বলেন, ‘নির্বাচনে প্রার্থীকে নিয়ে ভোট চাওয়া স্থানীয় সংসদ সদস্য এটা কোনোভাবেই পারে না। তারা আইন পাস করে আবার তারাই আইন লঙ্ঘন করে। কর্তৃপক্ষ এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে বলে আমি আশা করছি।’
এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব বলেন, ‘আমি পূজা মন্ডব পরিদর্শনে রাঙ্গাবালী গিয়েছি, নির্বাচনি কোনো মিটিংয়ে যাইনি।’ আপনার ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি ব্যস্ত বলে ফোন কেটে দেন।
এ ব্যাপারে জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই আমি খোঁজ খবর নিয়ে দেখছি।’
উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ৩টি সংরক্ষিত মহিলা আসনে ৭ জন এবং ৮টি সাধারন আসনে ২৩ জনসহ মোট ৩৩ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করবেন। এ জেলার ৮টি উপজেলা, ৫ টি পৌরসভা ও ৭৭টি ইউনিয়নে ১০৮৩ জন ভোটার রয়েছেন।