হোম > সারা দেশ > বরিশাল

শায়েস্তাবাদ খেয়া ঘাটে চারগুণ ভাড়া আদায় করছেন ইজারাদার

প্রতিনিধি

বরিশাল: সদর উপজেলার শায়েস্তাবাদ খেয়া ঘাটে ভাড়া আদায়ে নৈরাজ্যের অভিযোগ উঠেছে। এই ঘাটে সরকার জনপ্রতি ৭ টাকা ভাড়া নির্ধারণ করে দিলেও আদায় করা হচ্ছে ৩০ টাকা। রাত নামলে এ ভাড়া বেড়ে ৫০ থেকে ১০০ টাকায়ও ঠেকে। আর বিকল্প উপায় না থাকায় অতিরিক্ত ভাড়ায় পার হতে বাধ্য হচ্ছেন দৈনিক কয়েক হাজার যাত্রী। 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনই এ খেয়াঘাট দিয়ে কয়েক হাজার মানুষ পারাপার করেন। সরকারি নিয়ম অনুযায়ী শায়েস্তাবাদ খেয়াঘাটে জনপ্রতি ৭ টাকা, বাইসাইকেল ১০ টাকা ও মোটরসাইকেল ২০ টাকা করে পারাপারের কথা রয়েছে। কিন্তু ঘাটে এই নিয়মের বালাই নেই। খেয়াঘাটে টোল আদায়ের চার্ট টানানো থাকলেও তার তোয়াক্কা করছেন না ইজারাদার ও মাঝিরা। এভাবে জিম্মি করে বাড়তি ভাড়া আদায়ের প্রতিবাদ করায় যাত্রীদের লাঞ্ছিত করার অভিযোগও আছে।

স্থানীয় বাসিন্দা কবির গাজি বলেন, এই খেয়া ঘাটে জুলুম চলছে। এই অনিয়ম দেখার কেউ নেই। ইজারাদার কালাম ভয় দেখিয়ে যাত্রীদের জিম্মি করে রাখছেন। কেউ প্রতিবাদ করলে কালাম বাহিনীর হাতে লাঞ্ছিত হতে হচ্ছে।

তবে ঘাটের ইজারাদার মো. কালাম যাত্রীদের জোর করার অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারি রেটে এই ঘাটে জনপ্রতি মানুষের ভাড়া ১০ টাকা। সেই অনুযায়ী রেটও টানানো আছে। কিন্তু বন্যার কারণে প্রায় সব ট্রলার বন্ধ করে দেওয়া হয়েছে। একটি ট্রলার দিয়ে পারাপার করানো হচ্ছে। তাই মাঝিদের ২০ টাকা করে ভাড়া নিতে বলা হয়েছে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিবুর রহমান বলেন, শায়েস্তাবাদ খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পটুয়াখালীর তাপবিদ্যুৎ

আ.লীগের সঙ্গে দ্বন্দ্ব নাই, হত্যা গুম খুনে জড়িতদের বিচার চাই: মিন্টু

পুলিশ লাইনসে নারী কনস্টেবলের ঝুলন্ত লাশ

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

সেকশন