প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারেফ হোসেনের মোবাইল ফোন নম্বর ক্লোন করে দুই ইউপি চেয়ারম্যানের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এই দুই ইউপি চেয়ারম্যান হলেন বলদিয়া ইউনিয়নের জনাব মো. শাহীন আহমেদ ও দৈহারী ইউনিয়নের জনাব প্রগতি রানী মণ্ডল।
দৈহারী ইউ পি চেয়ারম্যান প্রগতি মণ্ডল বলেন, শুক্রবার সন্ধ্যায় ইউএনওর ফোন নম্বর থেকে তাঁর ফোনে কল আসে। কল রিসিভ করতেই অপর প্রান্ত থেকে বলা হয়, জেলা প্রশাসকের অফিসে উন্নয়ন বরাদ্দ এসেছে, ১০ হাজার টাকা পাঠান। ওই কলের কণ্ঠস্বর ইউএনওর না হওয়ায় সন্দেহ হলে বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি।
এ প্রসঙ্গে জানতে চাইলে ইউএনও মো. মোশারেফ হোসেন বলেন, তার অফিশিয়াল (০১৩২১১৩৪০..) মোবাইল নম্বরটি ক্লোন করে ইউ পি চেয়ারম্যানদের কাছে কল করে টাকা চাচ্ছে একটি প্রতারক চক্র। বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। কোন প্রকার টাকা পয়সা লেনদেন না করাসহ সকলকে সতর্ক থাকার অনুরোধও জানান ইউএনও।