পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী শহরের পুরান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা সাতটার দিকে বাজারের অগ্রণী ব্যাংকের সামনের একটি তেলের দোকান থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
জানা যায়, সন্ধ্যা ছয়টার পর স্থানীয় তেলের দোকানে প্রথমে আগুন লাগে। এরপর তা মুহূর্তেই পাশের বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।
পানিসংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। শহরের মিঠাপুকুরের পানি ব্যবহার করলেও তা শেষ হয়ে যায়। বর্তমানে লোহালিয়া নদীর পানি ব্যবহার করছে ফায়ার সার্ভিস।
আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন ও পুলিশের একজন সদস্য আহত হয়েছে বলে জানিয়ে পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান।