নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা কমিটি বাতিল করা হয়েছে। গতকাল সোমবার মধ্য রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বাতিলের তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, খুব শিগগির নতুন কমিটি দেওয়া হবে। যদিও বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ।
প্রসঙ্গত, ২০১১ সালে বরিশাল বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে ছাত্রদলের প্রথম কমিটি হয় ২০১৬ সালে। ওই বছর গঠিত ২৫ সদস্যের কমিটি ২১ সালে ৫১ সদস্যের উন্নীত হয়। ওই কমিটিই সোমবার পর্যন্ত বহাল ছিল। ৫ আগস্ট পটপরিবর্তনের পর ছাত্রদল সমর্থক নিয়মিত শিক্ষার্থীরা নতুন কমিটি পেতে তৎপরতা শুরু করেন।