প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী উপজেলার টরকীতে হেলিকপ্টারে করে নব বধূকে শ্বশুর বাড়িতে নিয়ে আসেন বর। এ সময় হেলিকপ্টার দেখাতে ভিড় করে শত শত উৎসুক জনতা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামেন তাঁরা।
স্থানীয় লোকজন ও পারিবারিক জানা গেছে, গত ১৩ আগস্ট ঢাকায় সুমাইয়া আক্তার প্রীতির (২১) সঙ্গে বিয়ে হয় গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি ও বার্থী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন মিয়ার কনিষ্ঠ পুত্র মাহামুদুল হাসান লাদেনের (২৩)। লাদেন আমেরিকা প্রবাসী ও সেখানে কম্পিউটার ইঞ্জিনিয়ার বিভাগে তৃতীয় বর্ষে পড়াশোনা করেন। অন্যদিকে সুমাইয়া আক্তার প্রীতি কিশোরগঞ্জের মো. খায়রুল ইসলামের মেয়ে এবং ঢাকা লালমাটিয়া কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
বর ও নববধূ হেলিকপ্টার থেকে নেমে প্রথম সুন্দরদী গ্রামে তাঁর দাদা-দাদির ও পরে লাখেরাজ কসবা গ্রামে নানা-নানির কবর জিয়ারত করে দুপুর ১টায় ওই হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। এ সময় বর ও নববধূর সঙ্গে ছিলেন মাহামুদুল হাসানের মা, মামা, দুলাভাই, বড় ভাইর স্ত্রী।
আবুল হোসেন মিয়া বলেন, মহামারি করোনা কারণে নিজ এলাকা গৌরনদীতে কোন অনুষ্ঠানের আয়োজন করিনি। আমেরিকা প্রবাসী ছেলে ও তাঁর পরিবার আমেরিকায় ফিরে যাওয়ার জন্য হাতে সময় না থাকায় এলাকা ঘুরেতে এসেছেন।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, সোমবার রাতে আবুল হোসেন তার পুত্র ও পুত্রবধূ হেলিকপ্টারে এলাকায় আসার বিষয়টি অবহিত করেছেন। পরে আসছেন কি'না তা জানি না।