প্রতিনিধি, বরিশাল
এবার আইনি ফাঁদে জড়িয়ে যাচ্ছে বরিশালের প্রশাসন ও পুলিশ। গত সপ্তাহে সংঘর্ষের ঘটনায় বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের বিরুদ্ধে রোববার পৃথক দুইটি নালিশি মামলার আবেদন করা হয়েছে। সকালে মামলা দুটির আবেদন করা হলে তা আদেশের জন্য রাখা হয়।
বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্যানেল মেয়র ও মহানগর আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম খোকন ইউএনও মুনিবুর রহমানের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন। এ অভিযোগে ইউএনও ছাড়াও কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলামসহ ৮ জনকে বিবাদী করা হয়েছে। এ ছাড়া বিবাদী করা হয়েছে অজ্ঞাতনামা আরও ৪০ জনকে।
ইউএনওর বিরুদ্ধে আরেকটি অভিযোগ দায়ের করেছেন বরিশাল সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার। ওই অভিযোগে ইউএনওর নাম উল্লেখসহ ৪০ জনকে অজ্ঞাতনামা বিবাদী করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার বাসভবনে হামলার অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে প্রধান আসামি করে বরিশাল নগরীর কোতোয়ালি থানায় মামলা করেছিলেন ইউএনও মুনিবুর রহমান। নালিশি আবেদন করার সময় স্থানীয় আওয়ামী লীগের শতাধিক আইনজীবী আদালতে হাজির ছিলেন।
প্রসঙ্গত, বুধবার (১৮ আগস্ট) রাতে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে ইউএনও মুনিবুর রহমানের বাসভবনে হামলা করে ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীরা। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে। এ নিয়ে পুলিশ ও প্রশাসনের সঙ্গে ক্ষমতাসীনদের বিবাদ দেখা দেয়।