পটুয়াখালী প্রতিনিধি
পণ্যের মূল্য না টানানো এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে পটুয়াখালী শহরের স্টার রেস্তোরাঁ অ্যান্ড সুইটমিট মিনি চাইনিজ হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার দুপুরে পটুয়াখালী ভোক্তা অধিকার সংরক্ষণের কার্যালয়ে এক অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালায় পটুয়াখালী ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম।
জানা যায়, পবিত্র রমজান মাসে শহরের চৌরাস্তা এলাকার স্টার রেস্তোরাঁ সুইটমিট অ্যান্ড মিনি চাইনিজ হোটেলটি ইফতারির পণ্যের মূল্য না টানিয়ে ও অতিরিক্ত মূল্যে ইফতার বিক্রি করে আসছিল। এর পরিপ্রেক্ষিতে গত ১০ এপ্রিল শহরের বহাল গাছিয়া এলাকার মো. মহিব্বুল্লাহ নামের এক যুবক ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় অনলাইনে অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে গত ২৭ এপ্রিল পটুয়াখালী ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ে দুই পক্ষের শুনানি হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালীর সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম অভিযোগ তদন্তের নির্দেশ দিয়ে আজ মঙ্গলবার শুনানির দিন ধার্য করেন। ওই তদন্তের ভিত্তিতে আজ দুপুরে স্টার রেস্তোরাঁ সুইটমিট অ্যান্ড মিনি চাইনিজ হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করে রায় ঘোষণা করে।
পটুয়াখালী ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, ‘অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করাও অপরাধ, পণ্যের মূল্য না টানিয়ে বিক্রি করাও অপরাধ। স্টার রেস্তোরাঁ সুইটমিট অ্যান্ড মিনি চাইনিজের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া জরিমানার তিন ভাগের এক ভাগ টাকা (৫০০০ টাকা) অভিযোগকারীকে দেওয়া হবে।’