হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে আরও দুই মামলা, আসামি ৪৬৬ জন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে নতুন করে আরও দুটি মামলা দায়ের হয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এতে আসামি করা হয়েছে ৪৬৬ জনকে। মহানগর বিএনপির সদস্য রিপন ও বিএনপি নেত্রী রুমা আক্তারের দায়েরকৃত মামলা দুটিতে ১১৬ জন নামধারী ও ৩৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করেছে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, শুক্রবার রাতে মহানগর বিএনপির নেত্রী রুমা আক্তার বাদী হয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে একটি মামলা করেছেন। এতে এজাহারভুক্ত ২৩ জন এবং অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করেছে। এজাহারে তিনি উল্লেখ করেন, গত ১৯ জুলাই নগরের সিঅ্যান্ডবি রোডের তন্ময় কমিউনিটি সেন্টারের সমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে স্লোগান দিলে হাতবোমা, ককটেল, আগ্নেয়াস্ত্র, রামদা, চাপাতি, লোহার রড, বাঁশের লাঠি, দিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় হাতবোমা বিস্ফোরণে তাঁর স্বামী শানু আকন গুরুতর আহত হন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

ওসি বলেন, একই রাতে মহানগর বিএনপির সদস্য রিপন বিস্ফোরক দ্রব্য আইনের অপর একটি মামলা করেছে। এতে তিনি মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রইজ আহম্মেদ মান্না, বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলর শেখ সাইদ আহম্মেদ মান্না, জেলা ছাত্রলীগের সহসভাপতি সাজ্জাদ সেরনিয়াবাত, সদ্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন, সাবেক কাউন্সিলর এ টি এম শহিদুল্লাহ কবিরসহ ৯৩ জন নামধারী এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে মামলা করেছেন। 

মামলায় বাদী এজাহারে উল্লেখ করেন, ১৯ জুলাই বিকেলে চৌমাথা বাজারের দক্ষিণ পাশে বিএডিসি অফিসের সামনে আওয়ামী লীগের সন্ত্রাসীরাসহ অজ্ঞাতনামারা আন্দোলনকারী ছাত্রদের ওপর ইট-পাটকেল, ককটেল ও বোমা নিক্ষেপ করে। 

এর আগে গত বৃহস্পতিবার রাতে ১ হাজার ৮১ জনকে আসামি করে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক একটি মামলা দায়ের করেছিলেন।

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পটুয়াখালীর তাপবিদ্যুৎ

আ.লীগের সঙ্গে দ্বন্দ্ব নাই, হত্যা গুম খুনে জড়িতদের বিচার চাই: মিন্টু

পুলিশ লাইনসে নারী কনস্টেবলের ঝুলন্ত লাশ

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

সেকশন