হোম > সারা দেশ > বরিশাল

ইটভাটায় ফসলি জমির মাটি নিতে বাধা দেওয়ায় হামলা, আ.লীগ-যুবলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে ফসলি জমি থেকে ইটভাটায় মাটি নেওয়ায় বাধা দেওয়ায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীর বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরমিঠুয়া গ্রামে এই ঘটনা ঘটে। এতে নারীসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। 

কাজিরচর ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি জালাল ঘরামী ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক টগর ঘরামী লোকজন নিয়ে একই এলাকার সেলিম ঘরামী, কহিনূর বেগমসহ ৫ জনকে জখম করেন বলে অভিযোগ করেছেন আহতরা। 

এ ঘটনায় সেলিম ঘরামীর ভাতিজা শাহজাহান ঘরামী বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার রাতেই ১৩ জনকে আসামি করে মুলাদী থানায় মামলা করেছেন। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

মামলার বাদী শাহজাহান ঘরামী জানান, জালাল ঘরামী ও তাঁর লোকজন ইউনিয়নের অনেক ফসলি জমি থেকে কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুর এলাকার একটি ইটভাটায় মাটি বিক্রি করেন। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে ইটভাটার শ্রমিকেরা চরমিঠুয়া গ্রামে সেলিম ঘরামীর ফসলি জমি থেকে মাটি কাটা শুরু করলে তিনি বাধা দেন। বিষয়টি শ্রমিকেরা জালাল ঘরামীকে জানালে তিনি ক্ষিপ্ত হন। 

পরে বিকেলে জালাল ঘরামী, টগর ঘরামী, নাহিদ হোসেন, রানা ঘরামীসহ ১২-১৫ জন লোক লাঠিসোঁটা নিয়ে সেলিম ঘরামীকে মারধর করেন। ওই সময় তাকে রক্ষা করতে গিয়ে তাঁর স্ত্রী কহিনূর বেগম, ভাতিজা শাহজাহান ঘরামী, রাসেল হোসেনসহ কমপক্ষে পাঁচজন আহত হন। আহতদের ডাক চিৎকারে পার্শ্ববর্তী লোকজন তাদের উদ্ধার করে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মুলাদী হাসপাতালে ভর্তি করেন। 

হামলা ও মারধরের কথা অস্বীকার করে কাজিরচর ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি জালাল ঘরামী বলেন, ‘আমাদের জমি থেকে ইটভাটায় মাটি বিক্রি করেছি। সেলিম ঘরামী ওই জমির মালিকানা দাবি করে মাটি কাটায় বাধা দিয়েছেন। এ নিয়ে জিজ্ঞাসাবাদ করায় তার সঙ্গে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়েছে। তিনি আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন।’ 
 
এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, মারধরের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পটুয়াখালীর তাপবিদ্যুৎ

আ.লীগের সঙ্গে দ্বন্দ্ব নাই, হত্যা গুম খুনে জড়িতদের বিচার চাই: মিন্টু

পুলিশ লাইনসে নারী কনস্টেবলের ঝুলন্ত লাশ

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

সেকশন