হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল বিএম কলেজের ছাত্রের লাশ উদ্ধারের ঘটনায় তদন্ত দাবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থী মাইনুল ইসলামের লাশ উদ্ধারের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ রোববার বেলা ১১টায় কলেজের জিরো পয়েন্টে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে শিক্ষার্থীরা এই দাবি জানান। 

মানববন্ধনে বক্তব্য দেন বিএম কলেজের শিক্ষার্থী তরিকুল ইসলাম সুজন, বিজন সিকদার, সাদমান খান, অমি মিয়া, কানিজ ফাতিমা, সাইফুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে মিছিল নিয়ে কলেজ প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ করেন শিক্ষার্থীরা। 

মাইনুলের মৃত্যুকে হত্যা দাবি করে মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘এই ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। এ ছাড়া এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’ 

বিএম কলেজের সার্জেন্ট ফজলুল হক (মুসলিম) হলের একটি পরিত্যক্ত কক্ষ থেকে গতকাল শনিবার বিকেলে মাইনুলের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মাইনুল সমাজকল্যাণ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি বরিশালের হিজলা উপজেলার বাউশিয়া এলাকায়।

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পটুয়াখালীর তাপবিদ্যুৎ

আ.লীগের সঙ্গে দ্বন্দ্ব নাই, হত্যা গুম খুনে জড়িতদের বিচার চাই: মিন্টু

পুলিশ লাইনসে নারী কনস্টেবলের ঝুলন্ত লাশ

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

সেকশন