হোম > সারা দেশ > বরিশাল

নিখোঁজের দুই দিন পর রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার 

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের বেকুটিয়া ফেরিঘাট থেকে কঁচা নদীতে পড়ে গিয়ে নিখোঁজের দুই দিন পর সাতক্ষীরা কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ বিন কাফির (৪০) মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ শনিবার দুপুর ১২টার দিকে কঁচা নদীর শারিকতলা ইউনিয়নের গাজীপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আবদুল্লাহ বিন কাফি ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেওলা ইউনিয়নের চরটিকিয়া গ্রামের মৃত কেফায়েত উল্লাহর ছেলে।

নিহতের গাড়িচালক ইব্রাহীম স্বপন জানান, গত বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা থেকে বরিশালের উদ্দেশে রওনা হন রাজস্ব কর্মকর্তা। ওই দিন রাত সাড়ে ৮টার দিকে বেকুটিয়া ফেরিঘাটে পৌঁছালে গাড়ি থেকে নামার সময় পন্টুন থেকে পা পিছলে নদীতে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা পিরোজপুরের ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়।

এ বিষয়ে পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. রফিকুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাত থেকেই পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন, বরিশালের ডুবুরি দল ও স্থানীয় ডুবুরিরা নিখোঁজের সন্ধানে নদীতে অভিযান চালান। নিখোঁজের দুই দিন পর আজ দুপুর ১২টার দিকে কঁচা নদী থেকেই তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে প্রশাসনের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খাইরুল হাসান বলেন, ‘শারিকতলা ইউনিয়নের গাজীপুর এলাকার কঁচা নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহটি পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তীতে সময়ে নিয়ম অনুযায়ী পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।’ 

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পটুয়াখালীর তাপবিদ্যুৎ

আ.লীগের সঙ্গে দ্বন্দ্ব নাই, হত্যা গুম খুনে জড়িতদের বিচার চাই: মিন্টু

পুলিশ লাইনসে নারী কনস্টেবলের ঝুলন্ত লাশ

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

সেকশন