হোম > সারা দেশ > বরিশাল

বিএম কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিএম কলেজে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ দাবির প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসে তাঁরা বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। সেখানে তাঁরা তাঁদের দাবি তুলে ধরেন। এ সময় তাঁরা চতুর্থ বর্ষের ফরম পূরণে তৃতীয় বর্ষে পরিশোধ করা সেশন ফি পুনরায় দাবির প্রতিবাদ জানান। শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়। 

শিক্ষার্থীদের অভিযোগ, অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফরম পূরণে কলেজ কর্তৃপক্ষ এবার প্রায় সাড়ে ৬ হাজার টাকা নির্ধারণ করেছে। এর মধ্যে তৃতীয় বর্ষের সেশন ফি বাবদ ধরা হয়েছে ২ হাজার ২৫০ টাকা। কিন্তু সেশন ফির এই অর্থ তাঁরা আগেই পরিশোধ করেছেন। বাড়তি অর্থ কেন দিতে হবে এই প্রশ্ন রেখে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ করেন। 

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষ মো. গোলাম কিবরিয়ার কক্ষে যান এবং তাঁদের দাবি তুলে ধরেন। কলেজ অধ্যক্ষ এ সময় তাঁদের দাবির যৌক্তিকতা বিবেচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা বেলা ১ টার দিকে ক্যাম্পাস ত্যাগ করেন। 

এ ব্যপারে বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. গোলাম কিবরিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা দাবি করেছে তাঁরা তৃতীয় বর্ষের সেশন ফি পরিশোধ করেছেন। যদি সেটা করে থাকে তাহলে বিষয়টি বিবেচনা করা হবে। অতিরিক্ত অর্থ বাদ দিয়ে ফরম পূরণ করা হবে।’

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

সেকশন