প্রতিনিধি, পটুয়াখালী
পটুয়াখালীতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১০৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন আরও ১ জন। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ৭৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৫৮ জন। পটুয়াখালী সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ২৬১ জনের নমুনা পরীক্ষা করে ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন আরও ১ জন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৭ জন, কলাপাড়ায় ১৪ জন, দশমিনায় ৭ জন, গলাচিপায় ১ জন, বাউফলে ৩৮ জন, দুমকী ২ জন, মির্জাগঞ্জে ২৬ জন।
করোনার শুরু থেকে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৫৮ জন। বর্তমানে জেলায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৯২৩ জন। এর মধ্যে হাসপাতালে আছেন ৪৩ জন এবং হোম আইসোলেশনে রয়েছেন ৮৮০ জন।
এ ব্যাপারে সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বলেন, জেলায় আগের চেয়ে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। সবাই সচেতন ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তা না হলে করোনার সংক্রমণ ঠেকানো যাবে না।