প্রতিনিধি, পটুয়াখালী (বরিশাল)
পটুয়াখালীতে পৃথক ঘটনায় নারীসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়ন থেকে একটি লাশ উদ্ধার করে পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে রাঙ্গাবালী উপজেলার বড় বাইসদিয়া ইউনিয়নের তুফানিয়ার চর থেকে অপর আরেকটি লাশ উদ্ধার করা হয়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ বলেন, ‘আজ দুপুরে সদর উপজেলার বদরপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে গাবুয়া গ্রামের পিত্রালয় থেকে কাজল রেখা (২৫) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত কাজল সদর উপজেলার হেতালিয়া আবাসন এলাকার বাসিন্দা হৃদয়ের স্ত্রী।’
এ দিকে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হাসান বলেন, ‘মঙ্গলবার গভীর রাতে উপজেলার বড় বাইসদিয়া ইউনিয়নের তুফানিয়ার চর এলাকা থেকে অজ্ঞাত এক পুরুষের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।’