হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় ফের সড়ক দুর্ঘটনা, জামায়াত নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রতীকী ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ফের সড়ক দুর্ঘটনা ঘটেছে। খয়রাবাদ সেতুর ঢালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইউনুস বিশ্বাস নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউনুস বিশ্বাস বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বাসিন্দা এবং বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক।

এ তথ্য নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে মোটরসাইকেল যোগে পটুয়াখালী বাউফলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। পরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন খয়রাবাদ সেতুর ঢালে পৌঁছালে পেছন থেকে একটি বাস চাপা দিলে মাথায় ও মুখে আঘাত পান ইউনুস বিশ্বাস। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই বাস থামিয়ে রেখে চালক পালিয়ে যান। বাসটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোডে রয়েছে।

নলছিটি থানার ওসি মো. আব্দুস ছালাম জানান, পটুয়াখালী থেকে ছেড়ে আসা বাস বকুলতলায় একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তিনি হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, ৩০ অক্টোবর রাতে নারায়ণগঞ্জ ট্রাভেলসের বাসচাপায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম নিহত হয়। ২ নভেম্বর একই স্থানে বাইক দুর্ঘটনা ঘটে এবং গতকাল ৩ নভেম্বর রাতে দুর্ঘটনায় আহত এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এক সপ্তাহে ৩ জন নিহত হলো।

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

সেকশন