হোম > সারা দেশ > বরিশাল

মোটরসাইকেলে বসায় তিন কিশোরকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) মোটরসাইকেলে বসাকে কেন্দ্র করে তিন কিশোরকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তাদেরই বন্ধুদের বিরুদ্ধে। 

গতকাল শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। রাতেই বরিশাল কোতয়ালি মডেল থানায় ৭ জনকে আসামি করে মামলা করেছেন আহত অনিকের মা। 

আজ রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। 

আহতরা হচ্ছে অনিক মৃধা (১৮), সিয়াম (১৯) ও রাজা (১৮)। আহত ও অভিযুক্তরা সদ্য এসএসসি পাস করে কলেজে ভর্তির অপেক্ষায় রয়েছে। 

আহত অনিকের বাবা মান্নান সুমন আজকের পত্রিকাকে বলেন, অলি এবং রাফসানের নেতৃত্বে ১০-১৫ জন যুবক-কিশোর ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। কারণ আমার ছেলে অনিকের বন্ধু সিয়ামের সঙ্গে অলি ও রাফসানের বিরোধ ছিল। সেই বিরোধের জেরে অনিক এবং সিয়ামকে এলোপাতাড়ি কুপিয়ে ও রাজাকে বেধরক পিটিয়েছে আহত করা হয়েছে। তাদের বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিক তদন্তে মোটরসাইকেলে বসাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মামলা দায়ের হয়েছে। এখন অধিকতর তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

সেকশন