হোম > সারা দেশ > বরিশাল

দুমকিতে প্রায় ৩ একর জমি নদীগর্ভে বিলীন

প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর আংগারিয়া ও বাহেরচর গ্রামে নদীভাঙনে সর্বস্ব হারাতে বসেছেন এলাকাবাসীরা। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় হঠাৎ করে প্রায় ৩ একর জমি নদীগর্ভে তলিয়ে যায়। এতে অনেকের কৃষিজমি, গাছপালা ও বসতঘর বিলীন হয়ে গেছে।

ক্ষতিগ্রস্তরা হলেন-মিলন মিরা, মামুন মিরা, ফয়সাল মিরা, দুলাল হাওলাদার, জলিল সিকদার, ফরিদা, ক্ষিতিষ ঘরামী, হিমান্ত ওঝা, পান্টু পাইক, বিমল রায়, বশির হাওলাদার, শাহআলম হাওলাদার, পরিমল পাইক, জাকির হাওলাদার, রুহুল আমিন হাওলাদারসহ আরও অনেকে।

ঘটনার সময় জমিতে কৃষি কাজ করতে যাওয়া ১২-১৪ জন লোক নদীতে পড়ে যান। তাঁদের মধ্যে বশির ও আরাফাত নামে দুজন গুরুতর আহত হন। নদীভাঙন ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে ২৫-৩০টি বসতবাড়ি।

এলাকার বাসিন্দা তরিকুল ইসলাম বলেন, আমাদের এমন অবস্থা হয়েছে যে মাথা গুজার ঠাঁই নেই। ঘরবাড়ি ভেঙে যাওয়ায় প্রতিবছর নতুন করে ঘর তৈরি করতে হয়। অনেকের ভিটে-মাটি না থাকায় অন্যের বাড়ির আঙিনায় ও রাস্তার পাশে ঘর তুলে দিনযাপন করছেন।

ইউপি সদস্য মো. শাহীন গাজী বলেন, আংগারিয়া ও বাহেরচর গ্রামে দীর্ঘ ৬০ বছর যাবৎ নদী ভাঙন শুরু হয়। এখনো প্রতিনিয়ত নদীভাঙন হতেই থাকেন। এ বিষয়ে এলাকাবাসী একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন। কয়েক মাস আগে ভাঙন রোধের জন্য এলাকাবাসী মানববন্ধন করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করলেও এখন পর্যন্ত কোন ফল পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ জানান, এরই মধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতা দেওয়া হবে।

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পটুয়াখালীর তাপবিদ্যুৎ

আ.লীগের সঙ্গে দ্বন্দ্ব নাই, হত্যা গুম খুনে জড়িতদের বিচার চাই: মিন্টু

পুলিশ লাইনসে নারী কনস্টেবলের ঝুলন্ত লাশ

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

সেকশন