হোম > সারা দেশ > বরিশাল

কাউখালীর শিয়ালকাঠিতে ঈদুল ফিতর উদ্‌যাপিত

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন এলাকার মতো পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের বেলতলা মোল্লাবাড়ী নামক স্থানে আহলে হাদিসের নিজস্ব মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, সেই হিসাবে আজ শুক্রবার বাংলাদেশের আহলে হাদিসের অনুসারীরা ঈদ পালনের উদ্যোগ গ্রহণ করেন।

মোল্লাবাড়ী মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য নির্ধারিত ইমাম মহিউদ্দিন পান্না শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ৮টায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক মুসল্লির উপস্থিতিতে আমার ইমামতিতে ঈদের নামাজ আদায় হয়েছে।’

কয়েক যুগ ধরে ‘এক দুনিয়া এক চাঁদ’ এমন বিষয় সামনে রেখে আহলে হাদিসের অনুসারীরা এই নিয়ম চালু করেন। যা দিনে দিনে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে এবং এদের অনুসারীদের সংখ্যা দিনে দিনে বাড়তে থাকে।

অন্যদিকে দেশের আকাশে কোথাও গতকাল বৃহস্পতিবার চাঁদ দেখা যায়নি। শুক্রবার আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল শনিবার রাষ্ট্রীয়ভাবে ঈদুল ফিতর পালনের সিদ্ধান্ত অনেকটাই নিশ্চিত।

শিয়ালকাঠি ইউনিয়নের আহলে হাদিস অনুসারী রফিকুল ইসলামের রাঢ়ী আজকের পত্রিকাকে বলেন, সৌদি আরবে চাঁদ দেখা গেছে এমন খবরে নিশ্চিত হয়ে ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য প্রতিবছরের মতো এ বছর উপস্থিত হয়েছি। যেহেতু বৃহস্পতিবার সৌদি আরবে চাঁদ দেখা গেছে, সেই খবর পাওয়ার পরেই আহলে হাদিসের অনুসারীরা ঈদ পালনের সিদ্ধান্ত নেয়। উপজেলার শতাধিক মুসল্লি আজ আমাদের সঙ্গে এই মসজিদে উপস্থিত হয়ে নামাজ আদায় করেন।’

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

সেকশন