চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের পাশে একটি কটেজ থেকে অনিক চাকমা নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া যায়। আজ সোমবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের বিপরীতে এস আলম কটেজের ২১২ নম্বর কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা।
অনিক চাকমা বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। তাঁর গ্রামের বাড়ি রাঙামাটি জেলার সদর উপজেলায়।
তাঁর মরদেহের পাশে ৬ পাতার চিরকুট উদ্ধার করা হয়। তার একটা পৃষ্ঠায় লেখা ছিল, ‘আমি টাকা উপার্জন করতে চেয়েছিলাম। যা ছিল অসৎ পথ। আমি টিউশন করতাম, তবুও অনেক হতো। বড় ভাই, মা বাবার কাছে অনেক দুঃখিত। আমি এমনিতে খুব ডিপ্রেশনে ছিলাম। আমি ক্লাস সিক্স থেকে ডিপ্রেশনে আছি।’
তাঁর প্রতিবেশী নরেশ চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘অন্যান্য দিনের মতো গতকাল রাতেও সে সবার সঙ্গে কথা বলেছে। আজ সকালে ১০টা পর্যন্ত সাড়া শব্দ না পেয়ে আমরা দরজায় নক দিই। কিন্তু তাঁর কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। পরে জানালার ফাঁক দিয়ে দেখা যায় সে ঝুলে আছে। পরবর্তীতে প্রক্টর অফিসে খবর দিলে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।’
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা তাঁকে মৃত অবস্থায় পেয়েছি। ধারণা করা হচ্ছে শেষ রাতের দিকে সে মারা গেছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহীদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা দরজা ভেঙে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। ভেতর থেকে দরজা, জানালা বন্ধ ছিল। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।’
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন বলেন, ‘আমরা দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পাই। মরদেহের পাশে একটা চিরকুটও পাওয়া গেছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।’