হোম > সারা দেশ > চট্টগ্রাম

এমপি বাচ্চুর জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৪: ০৯

চট্টগ্রামে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর জামিন মঞ্জুর করেছেন আদালত। 

আজ রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিনের আদালত তাঁর জামিন মঞ্জুর করেছেন। এর আগে তিনি আইনজীবীসহ নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সশরীরে আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন। 

মহিউদ্দিন বাচ্চুর আইনজীবী অ্যাডভোকেট মো. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামিনযোগ্য ধারার মামলা হওয়ায় আদালত শুনানি শেষে জামিন আবেদন মঞ্জুর করেছেন। 

গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে মসজিদ-মন্দিরে অনুদানের চেক বিতরণের অভিযোগ ওঠে মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে। গত ১৬ জানুয়ারি এ ঘটনায় নগরের ডবলমুরিং থানায় নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোস্তফা কামাল বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেন। গত ১৫ ফেব্রুয়ারি আদালতে ওই মামলার ধার্য তারিখে উপস্থিত না থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে তিনি বিভিন্ন সভা ও অনুষ্ঠানে যোগও দিয়েছেন। 

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনে নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ৫৯ হাজার ২৪ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুলকপি প্রতীকের প্রার্থী মনজুর আলম পেয়েছিলেন ৩৯ হাজার ৫৩৫ ভোট।

আদিবাসী ছাত্র-জনতার কর্মসূচিতে হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

নোয়াখালীতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা আটক

মিয়ানমার থেকে পালিয়ে আসা ৩০ শিশুসহ ৩৮ রোহিঙ্গা আটক

ফেনীতে ৬০ বিড়ালের ব্যতিক্রমী প্রদর্শনী

সেকশন