জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে। এর ফলে আর গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় থাকছে না বিশ্ববিদ্যালয়টি। আজ সোমবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
উপাচার্য রেজাউল করিম বলেন, ‘এখন থেকে আমরা আমাদের পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিব। এ জন্য ইতিমধ্যে কমিটিও গঠন করা হয়েছে। নিয়মনীতিও ফরম করা হয়েছে।’
উপাচার্য আরও বলেন, ‘জগন্নাথ বিগত বছরে গুচ্ছে ছিল, এ বছর কবে হবে জানি না। আমরা আমাদের নিজস্ব ভর্তি প্রক্রিয়া শুরু করে দিয়েছি।’
উল্লেখ্য, ২০২১ সালে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে দেশের ২৯টি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া শুরু করা হয়।