হোম > সারা দেশ > ঢাকা

আন্দোলনে শহীদদের স্মরণে অনুষ্ঠান করে সৌদি আরবে আটক ৮ প্রবাসীর মুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে অনুষ্ঠান করায় সৌদি আরবের কারাগারে আটক আট বাংলাদেশি প্রবাসীর মুক্তির দাবি জানিয়েছেন তাঁদের পরিবারের সদস্যরা। তাঁরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার সহযোগিতা চেয়েছেন। 

আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর–রুনি মিলনায়তনে ‘ভুক্তভোগী পরিবারবর্গ’–এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আবেদন জানানো হয়। 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী একজনের পরিবারের সদস্য মো. নুরুল কবির লিখিত বক্তব্যে বলেন, গত ৫ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হয়। বৈষম্যবিরোধী এই ছাত্র আন্দোলনে দেশের সর্বস্তরের মানুষের পাশাপাশি বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরও অকুণ্ঠ সমর্থন ছিল। তারই ধারাবাহিকতায় সরকারের পতনের পর দেশ এবং দেশের বাইরে সব বাংলাদেশি বিজয় উল্লাসে মেতে ওঠেন। ঠিক তেমনিভাবে সৌদি আরবের মাহাইল, আবাহাতে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে গত ১৬ আগস্ট প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজক আট বাংলাদেশিকে আটক করে নিয়ে যায় মাহাইল থানা–পুলিশ। ওই আটজন গত ২৩ দিন ধরে সৌদি আরবের কারাগারে বন্দী। 

সৌদি পুলিশের হাতে আটক হওয়া প্রবাসী বাংলাদেশিরা হচ্ছেন—চট্টগ্রামের বাঁশখালী থানার মোহাম্মদ জয়নাল আবেদীন, হাফেজ রহমতুল্লাহ, মো. খলিলুর রহমান, মোহাম্মদ ওমর ফারুক, চট্টগ্রামের সাতকানিয়া থানার সেলিম উল ইসলাম, মাওলানা ইউসুফ ও বান্দরবান থানার মো. আশরাফুল ইসলাম। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, আটককৃতদের অধিকাংশই সৌদি আরবের মাহাইল, আবাহাতে প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আটকদের মধ্যে জয়নাল আবেদীনের পাঁচটি চেইন শপ, সেলিম উল ইসলামের পেট্রলপাম্প, সুপার শপ এবং অন্যদের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও গাড়ি রয়েছে যেখানে প্রায় তিন শতাধিক বাংলাদেশি চাকরিরত রয়েছে। 

আটককৃতদের দেশে ফেরত পাঠানো হলে আট পরিবারসহ তাঁদের ওপর নির্ভরশীল তিন শতাধিক পরিবার নিঃস্ব হয়ে যাবে। সেই সঙ্গে দেশের রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়বে।

প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে পুলিশের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইউপিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

পোলো বাওয়া উৎসবে মাতলেন শত শিকারি

‘হাইব্রিড’ বলায় সংঘর্ষ দোকান-বাড়ি ভাঙচুর

পলাতক আসামি অনুষ্ঠানের অতিথি, খুঁজে পায়নি পুলিশ

‘দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা’

কবি নজরুলের নাতি বাবুল কাজী ‘লাইফ সাপোর্টে’

মানিকগঞ্জে নদীর তীরে পার্বণ নবান্ন উৎসব

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

সেকশন