শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে একটি বোতাম তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এমঅ্যান্ডইউ ট্রিমস নামক কারখানায় অগ্নিকাণ্ডের এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ভেতরে একের পর এক বিস্ফোরণের কারণে কারখানার আগুন নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের লোকজন।
কারখানার নিরাপত্তাকর্মী আব্দুর রহমান বলেন, হঠাৎ কারখানার কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। কারখানার লোকজন আতঙ্কিত হয়ে এদিক সেদিক ছোটাছুটি শুরু করে। তাতে কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের অবস্থা খুবই ভয়াবহ। কেমিক্যাল গুদামের মজুত ড্রাম বিস্ফোরণ হচ্ছে। তাতে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।