নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের পুরো বিষয়টা কিছুক্ষণের মধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঢাকা কলেজের ছাত্র ও নিউমার্কেটে ব্যবসায়ীদের মধ্যে প্রথমে তর্কাতর্কি এবং পরে মারামারির বিষয়টি সহিংসতায় রূপ নেয়। পুলিশ চরম ধৈর্যের সঙ্গে বিষয়টি মোকাবিলা করে। সহিংস ঘটনায় সাংবাদিকসহ অনেকেই আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।’
ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম জানান, ঘটনাটিতে পুলিশ সাবধানতা অবলম্বন করছে।
পুলিশ কমিশনার বলেন, ‘টেকনিক্যাল কারণে ছাত্রদের ওপর পুলিশ গুলি চালাচ্ছে না। ছাত্ররা বিভিন্ন ১০ তলা ভবনের ওপরে উঠে বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করছে।’
এই সম্পর্কিত পড়ুন: