হোম > সারা দেশ > ঢাকা

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ বিষয়ে জরুরি নির্দেশনা দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবি প্রতিনিধি

আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪, ২০: ৩২
ঢাকা বিশ্ববিদ্যাল। ছবি: ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্র-জনতার অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত দেয়াললিখন ও গ্রাফিতিগুলো যথাযথভাবে সংরক্ষণের ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে এক জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় দেয়াললিখন ও গ্রাফিতিগুলো কোনোভাবেই মুছে ফেলা বা কোনোরূপ ক্ষতিসাধন করা যাবে না। জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে প্রশাসনিক আদেশ অমান্য করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো কারণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এই দেয়াললিখন ও গ্রাফিতিগুলো নষ্ট হলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দীর্ঘ ৩৬ দিন শিক্ষার্থীদের উদ্যোগে গ্রাফিতি অঙ্কন ও দেয়াললিখন করা হয়।

স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণহত্যার নিদর্শন, আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের স্মৃতি নিদর্শনস্বরূপ দেয়াললিখন ও গ্রাফিতিগুলো জরুরি ভিত্তিতে সংরক্ষণের জন্য সবার সহযোগিতা কামনা করা হয় বিজ্ঞপ্তিতে।

ছবি ছাড়া শুধু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এনআইডি চায় মহিলা আনজুমান

ফায়ার সার্ভিসের ৬ কর্মকর্তার পদোন্নতি

পান্থকুঞ্জ পার্ক ধ্বংসের প্রতিবাদে ৩১ সংগঠনের ‘নাগরিক সংলাপ’ বৃহস্পতিবার

ছাত্রী হলে সিট না পেলে ৩ হাজার টাকা দেবে ঢাবি প্রশাসন

সেকশন