হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় কারখানা বন্ধের নোটিশ দেখে ফিরে যাচ্ছেন শ্রমিকেরা

সাভার (ঢাকা) প্রতিনিধি

পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের মুখে আশুলিয়ায় বেশ কিছু কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানায় প্রবেশ করে কাজ না করা, কারখানায় ভাঙচুরসহ কয়েকটি কারণ দেখিয়ে শ্রম আইনের ২০০৬-এর ১৩ (১) ধারায় এই সিদ্ধান্ত নিয়েছে কারখানা কর্তৃপক্ষ। শ্রমিকেরা সকালে কারখানার সামনে এসে বন্ধের নোটিশ দেখে ফিরে যান। আজ শনিবার সকাল থেকে আশুলিয়ার জামগড়া, নরসিংহপুরসহ কয়েকটি এলাকায় সরেজমিনে এমন চিত্র চোখে পড়ে। 

কারখানার সামনে এসে অনেক শ্রমিককে দাঁড়িয়ে দাঁড়িয়ে নোটিশ পড়তে দেখা যায়। পরে নীরবে বাসায় ফিরে গেছেন বন্ধ কারখানার শ্রমিকেরা। সকাল ১০টা পর্যন্ত কোনো বিশৃঙ্খলার খবর মেলেনি। তবে কয়েকটি স্থানে শ্রমিকেরা জড়ো হওয়ার চেষ্টা করলেও তাঁরা সংখ্যায় ছিলেন অল্প। 

কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা অনেকে মানছেন না। আবার যাঁদের মজুরি ন্যূনতমের ওপরে ছিল, তাঁদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না আসায় তাঁরাও বিক্ষুব্ধ। 

আশুলিয়ার হলিউড গার্মেন্টসের শ্রমিক মো. শামীম বলেন, ‘আমরা চাই গার্মেন্টস খুলে দিক। টাকা-পয়সার সিদ্ধান্ত না নিয়ে হুট করে অনির্দিষ্টকালের জন্য ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছে, এতে তো আমাদের সবারই ক্ষতি হচ্ছে। ভাঙচুরেরও দরকার নাই, গন্ডগোলেরও দরকার নাই। সরকার সুষ্ঠু একটা সমাধান করে দিক, মীমাংসা করে দিক। হেলপারদের বেতনের যে সিদ্ধান্ত দিয়েছে, তা তো আমরা মেনে নিয়েছি। কিন্তু আয়রনম্যান, অপারেটর, কোয়ালিটি কন্ট্রোলার—এদের কারও কথা বলে নাই। এ জন্যই তো সমস্যা।’ 

ঢাকা শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে শ্রমিকেরা জড়ো হওয়ার চেষ্টা করলেও পারেনি। তারা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলেও পারেনি। তাই এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।’

বাজারে মধ্যস্বত্বভোগী কমলে ইলিশের দাম কমানো সম্ভব: মৎস্য উপদেষ্টা

জাবিতে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল ছাত্রদল

৩৬০ টন জ্বালানি তেলবাহী জাহাজে ডাকাতি, গ্রেপ্তার ৮

বিএফআইইউয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন

শিবচরে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

এস কে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার

বকেয়া বেতন ও চাকরি স্থায়ীর দাবিতে মন্ত্রণালয়ের সামনের রেলওয়ে গেটকিপারদের অবস্থান

প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে পুলিশের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইউপিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

সেকশন