হোম > সারা দেশ > ঢাকা

জাতীয় স্মৃতিসৌধ থেকে আটক আ.লীগ নেতা-কর্মীদের হত্যা মামলায় গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রতীকী ছবি

ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে পুলিশের হাতে আটক হওয়া আওয়ামী লীগ নেতা-কর্মীদের হত্যা ও হত্যাচেষ্টার মামলায় আদালতে পাঠিয়েছে পুলিশ। বিজয় দিবসের দিন গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) স্মৃতিসৌধে উপস্থিত হলে সেখান থেকে তাঁদের আটক করেছিল পুলিশ।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাঁদের আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়। জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে আশুলিয়া থানায় দায়ের হওয়া পৃথক মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান (৬৮), তাইজুল ইসলাম (৩৬), সালাউদ্দীন (৫২), মিল্টন সূত্রধর (৩০), সেলিম হোসেন (২০), সাহিবুল ইসলাম সিয়াম (২০) ও রানা হাওলাদার (৩০)। রানা হাওলাদারকে হত্যাচেষ্টার মামলায় ও বাকিদের পৃথক হত্যামামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

স্মৃতিসৌধ থেকে মাহবুবুর রহমানের সঙ্গে তাঁর মেয়ে মহিমা রহমানকেও (২২) আটক করা হয়েছিল। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নাশকতা কিংবা হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর সংশ্লিষ্ট না পেয়ে তাকে ছেড়ে দেয় পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশির ভাগই সাভারের (ঢাকা-১৯) সদ্য সাবেক সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলামের কর্মী। তাঁর নির্দেশেই বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছিলেন তাঁরা।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। তাঁদের রিমান্ড আবেদন করা হয়েছে মঞ্জুর হয়েছে কিনা পরে জানাতে পারব। আর জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে তারা জড়িত এমন তথ্যের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের কেউ এজাহারনামীয় আসামি নন।’

এক ব্যক্তি একাধিক ব্যাটারিচালিত রিকশার মালিক হতে পারবেন না: ডিএমপি কমিশনার

রাজধানীর যাত্রাবাড়ীতে দুই কাভার্ড ভ্যানের সংঘর্ষে চালক নিহত

৮ ঘণ্টা বন্ধ থাকার পর ২ নৌপথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

আফতাবনগরে ধুলা আর শব্দদূষণ

৩ বছরেও পৌঁছায়নি ইতালি, খবর এল নির্যাতনে মৃত্যুর

গণঅভ্যুত্থান নিয়ে বিশেষ প্রদর্শনী ‘জুলাই-জাগরণ’ শুরু কাল

মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশনে স্বতন্ত্র আইনের দাবি ব্যবসায়ীদের

চকচকে বাড়ি, বিলাসবহুল গাড়ি দিয়ে টিকে থাকা সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা

গ্রামীণ ফ্যাব্রিকসে অগ্নিসংযোগ: অজ্ঞাতনামা ৫০০ জনের বিরুদ্ধে মামলা

সেকশন