হোম > সারা দেশ > ঢাকা

শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের মুক্তিযোদ্ধা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নানা কর্মসূচির মধ্য দিয়ে গত ১৭ ডিসেম্বর পালিত হলো শহীদ মুক্তিযোদ্ধা দিবস। শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন যৌথভাবে প্রতিবছরের মতো এবারও অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে দিবসটি পালন করে। 

দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের প্রথম পর্ব সকাল ৯টা ৩০ মিনিটে বনানী কবরস্থানে শহীদ বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্তর সমাধিতে কোরআনখানি, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল এবং সকাল ১১টায় শহীদ মুক্তিযোদ্ধাদের আজিমপুরস্থ নতুন কবরস্থানে কোরআনখানি, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল করা হয়। 

দ্বিতীয় পর্ব সন্ধ্যা ৬টায় সব স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে সম্পন্ন হয়। 

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. সারোয়ার আলী এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক বিশিষ্ট শিল্পী শাহীন সামাদ, শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা. আহসানুল কবির ও ‘শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের অধ্যাপক শিল্পী মোস্তাফিজুল হকসহ শহীদ বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট অভিনেতা মরহুম মুজিবুর রহমান দিলুকে মরণোত্তর সম্মাননা স্মারক এবং ডা. দেলোয়ার হোসেন ও বারডেম হাসপাতালকে সম্মাননা স্মারক দেওয়া হয়। 

উল্লেখ্য, যুদ্ধ শেষে দেশে ফেরার পথে এক মর্মান্তিক নৌকাডুবিতে প্রাণ হারান বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্তর ১১ জন সহযোদ্ধা। দিনটি ছিল ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর। ওই ঘটনা শান্তকে খুব মর্মাহত করে। তাই তিনি প্রত্যেক ১৭ ডিসেম্বরকে ‘শহীদ মুক্তিযোদ্ধা দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নেন।

জবি শিক্ষার্থীদের আবাসিক ভাতা প্রদানে কমিটি গঠন

জবিতে সার্টিফিকেট তুলতে আসা ছাত্রীকে হেনস্তা, মুচলেকা নিল প্রশাসন

কিশোরগঞ্জে ২ দিন ধরে পানি নেই হাসপাতালে, রোগীদের ভোগান্তি চরমে

এবার বাসে ওঠা নিয়ে ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

পুলিশ সুপারসহ দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

রাজধানী থেকে গ্রেপ্তার আ.লীগ নেতা শিশির কারাগারে

বাজারে মধ্যস্বত্বভোগী কমলে ইলিশের দাম কমানো সম্ভব: মৎস্য উপদেষ্টা

জাবিতে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল ছাত্রদল

৩৬০ টন জ্বালানি তেলবাহী জাহাজে ডাকাতি, গ্রেপ্তার ৮

বিএফআইইউয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন

সেকশন