নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেছেন পুলিশপ্রধান (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আজ শনিবার দুপুরে ডিএমপি সদর দপ্তরে সংক্ষিপ্ত বক্তব্য শেষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন তিনি।
অনুষ্ঠানে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, জাতির বিপদের দিনে সব সময় সবার আগে এগিয়ে এসেছে ডিএমপি। আইনশৃঙ্খলা মোকাবিলায় নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে তারা। কর্তব্য পালনের পাশাপাশি করোনা মোকাবিলায় মানবিক পুলিশ হিসেবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। করোনার কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়ে। এসব কর্মহীন মানুষের পাশে খাবার নিয়ে দাঁড়িয়েছে। এমনকি অসুস্থদের হাসপাতালে এবং করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষকে দাফনের কাজ করেছেন ডিএমপির পুলিশ সদস্যরা।
এ সময় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর ডিএমপি থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে রাজারবাগে মূল অনুষ্ঠানে যায়। এতে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।