হোম > সারা দেশ > ঢাকা

শিবপুরে ছুরিকাঘাতে নারীর মৃত্যু

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর শিবপুর উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত শান্তি বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৬টায় উপজেলার আয়ুবপুর ইউনিয়নের বংশিরদিয়া গ্রামে ওই নারী মারা যান। 

এর আগে গতকাল মঙ্গলবার ভোর ৫টায় তাঁকে ছুরিকাঘাত করা হয়। নিহত শান্তি বেগম বংশিরদিয়া মধ্যপাড়া গ্রামের মৃত ইব্রাহীমের স্ত্রী। 

নিহতের স্বজন ও প্রতিবেশীরা জানান, গতকাল মঙ্গলবার ভোর ৫টায় শান্তি বেগম ফজরের নামাজ পড়ে ঘরের ভেতর চেয়ারে বসেছিল এমন সময় প্রতিবেশী মোন্তাজ উদ্দিনের ছেলে আমানুল্লাহ পেছন থেকে মুখ চেপে ধরে বুকের মধ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এ সময় শান্তি বেগমের চিৎকার শুনে পাশের রুমে থাকা ছেলের বউ শাহিনুর ও প্রতিবেশীরা এসে তাঁকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসলে বুধবার সন্ধ্যা ৬টায় তিনি মারা যান। 

মৃত্যুর আগে শান্তি বেগম তাঁর স্বজনদের জানায় আমানুল্লাহ তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। তাঁর কথার এমন একটি ভিডিও স্থানীয় সাংবাদিক ও পুলিশকে দেন স্বজনেরা। 

খবর পেয়ে শিবপুর মডেল থানার পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালাহউদ্দিন মিয়া জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযুক্ত আমানুল্লাহকে আটকের চেষ্টা চলছে। 

৮ ঘণ্টা বন্ধ থাকার পর ২ নৌপথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

আফতাবনগরে ধুলা আর শব্দদূষণ

৩ বছরেও পৌঁছায়নি ইতালি, খবর এল নির্যাতনে মৃত্যুর

গণঅভ্যুত্থান নিয়ে বিশেষ প্রদর্শনী ‘জুলাই-জাগরণ’ শুরু কাল

মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশনে স্বতন্ত্র আইনের দাবি ব্যবসায়ীদের

চকচকে বাড়ি, বিলাসবহুল গাড়ি দিয়ে টিকে থাকা সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা

গ্রামীণ ফ্যাব্রিকসে অগ্নিসংযোগ: অজ্ঞাতনামা ৫০০ জনের বিরুদ্ধে মামলা

সখীপুরে ব্যবসায়ীর জবাই করা লাশ উদ্ধার

টঙ্গীতে কারখানায় টিফিন খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

সেকশন