হোম > সারা দেশ > ঢাকা

সাভারে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১৩

সাভার (ঢাকা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ঢাকার আশুলিয়ায় ওয়ারেন্টভূক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) মারধরের শিকার হয়েছেন। আহত পুলিশ কর্মকর্তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁর ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়া হয়।

গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর এলাকার সোনামিয়া মার্কেট এলাকায় পুলিশ সদস্যদের ওপর হামলা হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে। মামলায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—গাইবান্ধার মো. শাহজাহান মিয়া (২৭), আসাদুল ইসলাম (২৪), মো. ফারুকুল ইসলাম (২৫), রংপুরের মেহেদী হাসান (২১), গোপালগঞ্জের নাজমুল ইসলাম (৩২), দিনাজপুরের মো. ওমর ফারুক (২৩), জয়পুরহাটের মো. মনসুর কবিরাজ (৩৮), লালমনিরহাটের ফারুক উদ্দিন (২১), দিনাজপুরের সাজ্জাদ হোসেন (১৯), নাসিরুল ইসলাম (২২), কুড়িগ্রামের মাইদুল ইসলাম (৪৪), শরীয়তপুরের আমিনুল ইসলাম (৩৭) এবং কিশোরগঞ্জের মো. হানিফ ভূইয়া (২৬)।

মামলার এজাহার থেকে জানা যায়, পুলিশ একটি চেক ডিজঅনার মামলার আসামি রাকিব ভূইয়াকে গ্রেপ্তার করতে গেলে স্থানীয় ৬০-৬৫ জন ব্যক্তি পুলিশকে বাধা দেয়। স্থানীয়রা রাকিবকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে, হামলাকারীরা লোহার রড দিয়ে আশুলিয়া থানার এসআই মো. রবিউল ইসলামের মাথা ও ডান পায়ে আঘাত করেন। অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর হামলাকারীরা পালিয়ে যান এবং রাকিব ভূইয়াকেও ছিনিয়ে নেয়। পরে, আহত এসআই রবিউল ইসলামকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় ভুক্তভোগী পুলিশ কর্মকর্তা একটি মামলা করেছেন।

রাকিব ভূইয়ার দুলাভাই আবুল কালাম বলেন, গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানার কয়েকজন পুলিশ রাকিব ভূইয়াকে গ্রেপ্তার করতে আসে। এসআই রবিউল ব্যাডমিন্টন খেলা অবস্থায় রাকিবকে হ্যান্ডকাপ পরায়। হ্যান্ডকাপ পরানোয় রাকিবসহ সেখানে উপস্থিত কয়েকজনের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। রাকিবকে তারা নিতে পারেনি।

তিনি বলেন, ‘এরপর থানা থেকে আরও পুলিশ এসে রাকিবদের বাসার পাশে আমার বাসায় অভিযান চালায়। ওই বাসায় ভাড়াটিয়ারা থাকে। পুলিশ ঘুমন্ত অবস্থায় পোশাক কারখানার নিরীহ ১৫ জন শ্রমিককে ধরে থানায় নিয়ে যায়। পুলিশকে অনুরোধ করেছিলাম ভিডিও দেখে যারা জড়িত তাদের গ্রেপ্তার করা হোক। কিন্তু তারা অনুরোধ শুনেনি।’

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, ‘আসামীরা সরকারিকাজে বাধা দিয়েছে এবং পুলিশ কর্মকর্তার ওপর হামলা করেছে। আহত এসআই রবিউল ইসলাম বাদী হয়ে ৩০-৩৫ জনকে আসামি করে মামলা করেছেন। এই মামলায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

গাড়িচালককে মারধর: কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসি সচিবের কক্ষের সামনে হট্টগোল

কেরানীগঞ্জ কারাগারের সামনে দণ্ডিত বিডিআর সদস্যদের মুক্তির অপেক্ষায় স্বজনেরা

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ১২৭ বিডিআর সদস্য

খোলাবাজারে বিক্রি বিনা মূল্যের দুই ট্রাক পাঠ্যবই উদ্ধার

মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর রাজা ঢাকায় গ্রেপ্তার

রাস্তা দখল করে প্রাচীর নির্মাণের অভিযোগ

শাহজালালে ফের বোমা আতঙ্ক, হোয়াটসঅ্যাপে বার্তা

গাজীপুরে ড. ইউনূসের গ্রামীণ ফেব্রিকসে আগুন দিয়েছে বেক্সিমকোর শ্রমিকেরা

রাজৈরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই সেনা সদস্যসহ গ্রেপ্তার ৪

সেকশন