প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
গাজীপুরের কালীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মো. লিমন ভূঁইয়া (১৭) নামের এক জাহাজ নির্মাণ শ্রমিক মারা গেছেন। আজ বুধবার সকালে পৌর এলাকার সেভেন রিংস কারখানায় এ ঘটনা ঘটে।
নিহত লিমন ভূঁইয়া বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ এলাকার মৃত সুমন ভূঁইয়ার ছেলে।
জানা যায়, নিহত লিমন ভূঁইয়া পৌর এলাকার মূলগাঁওয়ের সেভেন রিংস কারখানায় জাহাজ নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো সকাল ৭টার দিকে বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হন। কিছুক্ষণ পরে সাড়ে ৮টার দিকে বিদ্যুতায়িত হলে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার আগেই তিনি মারা যান।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শহিদুল ইসলাম বলেন, বিদ্যুতায়িত হওয়ার পর হাসপাতালে আনার আগেই লিমন ভূঁইয়া মারা যান।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকাল ৯টার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে জানতে পারি তাঁকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। দ্রুত হাসপাতালে পৌঁছে নিহত লিমনের লাশ উদ্ধার করি। পরিবারের আপত্তি থাকায় ময়নাতদন্ত না করেই তাঁর মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।