হোম > সারা দেশ > ঢাকা

কালীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে কারখানা শ্রমিকের মৃত্যু 

প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)

গাজীপুরের কালীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মো. লিমন ভূঁইয়া (১৭) নামের এক জাহাজ নির্মাণ শ্রমিক মারা গেছেন। আজ বুধবার সকালে পৌর এলাকার সেভেন রিংস কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত লিমন ভূঁইয়া বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ এলাকার মৃত সুমন ভূঁইয়ার ছেলে। 

জানা যায়, নিহত লিমন ভূঁইয়া পৌর এলাকার মূলগাঁওয়ের সেভেন রিংস কারখানায় জাহাজ নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো সকাল ৭টার দিকে বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হন। কিছুক্ষণ পরে সাড়ে ৮টার দিকে বিদ্যুতায়িত হলে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার আগেই তিনি মারা যান। 

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শহিদুল ইসলাম বলেন, বিদ্যুতায়িত হওয়ার পর হাসপাতালে আনার আগেই লিমন ভূঁইয়া মারা যান। 

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকাল ৯টার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে জানতে পারি তাঁকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। দ্রুত হাসপাতালে পৌঁছে নিহত লিমনের লাশ উদ্ধার করি। পরিবারের আপত্তি থাকায় ময়নাতদন্ত না করেই তাঁর মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। 

জবিতে সার্টিফিকেট তুলতে আসা ছাত্রীকে হেনস্তা, মুচলেকা নিল প্রশাসন

কিশোরগঞ্জে ২ দিন ধরে পানি নেই হাসপাতালে, রোগীদের ভোগান্তি চরমে

এবার বাসে ওঠা নিয়ে ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

পুলিশ সুপারসহ দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

রাজধানী থেকে গ্রেপ্তার আ.লীগ নেতা শিশির কারাগারে

বাজারে মধ্যস্বত্বভোগী কমলে ইলিশের দাম কমানো সম্ভব: মৎস্য উপদেষ্টা

জাবিতে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল ছাত্রদল

৩৬০ টন জ্বালানি তেলবাহী জাহাজে ডাকাতি, গ্রেপ্তার ৮

বিএফআইইউয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন

শিবচরে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

সেকশন