নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান ছাড় করেছে সরকার। এই ব্যয়ের মধ্যে আহত ব্যক্তিদের দেশি-বিদেশি কনসালট্যান্সির জন্য ২৫ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বাজেট অধিশাখার তথ্য অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সহায়তা ও আহত ব্যক্তিদের চিকিৎসা বাবদ অনুদানের জন্য ২০২৪-২৫ অর্থবছরে ‘অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা খাত’ থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দ করা ২৩২ কোটি ৬০ লাখ টাকা থেকে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান ছাড় করা হয়।
আহতদের মধ্যে ১৫ হাজার জনের জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে দেশি-বিদেশি কনসালট্যান্সি বাবদ ২৫ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।
জানতে চাইলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বাজেট) মোহাম্মদ ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেন, যেসব ছাত্র আহত হয়েছেন, তাঁদের বিদেশের চিকিৎসা খরচের জন্য কনসালট্যান্সি ফি বাবদ ২৫ কোটি টাকা ধার্য করা হয়েছে। সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে আহত ছাত্রদের চিকিৎসা দেওয়া হয়েছে। সারজিস আলমসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া বাজেট এখানে অনুমোদন করা হয়েছে।