নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর নিউ সুপার মার্কেটে লাগা আগুন ১৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। সকাল থেকেই আগুনে ক্ষতিগ্রস্ত মার্কেট ছাড়া এর আশপাশের সব মার্কেটের দোকান খুলতে শুরু করেছে।
আজ রোববার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ঢাকা নিউ মার্কেট, নিউ সুপার মার্কেট উত্তর, চন্দ্রিমা, ঢাকা ডি ব্লক মার্কেট ও বনলতা কাঁচাবাজার মার্কেটের বিভিন্ন তলায় দোকান খুলতে শুরু করেছেন ব্যবসায়ীরা। তবে বিদ্যুৎ না আসায় এখনো সেভাবে ক্রেতা পাচ্ছেন না তাঁরা।
চন্দ্রিমা মার্কেটের কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, সকালেই তাঁরা দোকান খুলেছেন। মার্কেটের জেনারেটর দিয়ে অল্প আলোর ব্যবস্থা করা হয়েছে। তবে বিদ্যুৎ না থাকায় ক্রেতারা ভেতরে প্রবেশ করতে পারছেন না।
প্রসঙ্গত, গতকাল ঢাকা নিউ সুপার মার্কেটে আগুন লাগার পর থেকে বন্ধ ঘোষণা করা হয় মার্কেটগুলো। আজ থেকে দোকান খোলা শুরু করেছে।