হোম > সারা দেশ > ঢাকা

সৌদি থেকে ফেরার পরদিনই মেয়ের মৃত্যু দেখলেন বাবা

ঢামেক প্রতিবেদক

রাজধানীর দনিয়া এলাকার একটি বাসায় নুসরাত জাহান তাফরিন (১০) নামে এক শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁর বাবা-মায়ের দাবি—একা বাসায় খেলতে গিয়ে গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়েছিল শিশুটি। 

আজ বুধবার রাত ১০টার দিকে দনিয়া আনন্দবাজার এলাকার বাসা থেকে মুমূর্ষু অবস্থায় ওই শিশুকে তাঁর বাবা-মা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বরিশাল সদরের নলচর গ্রামের সৌদিপ্রবাসী মো. ইউসুফ ও ইতি আক্তার দম্পতির মেয়ে তাফরিন। দুই ভাই বোনের মধ্যে তাফরিন ছিল বড়। সে যাত্রাবাড়ীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার পঞ্চম শ্রেণিতে পড়ত। 

ঢামেক হাসপাতালে শিশুটির বাবা-মা জানান, গতকাল মঙ্গলবার সৌদি আরব থেকে দেশে আসেন ইউসুফ। বুধবার সন্ধ্যায় সবাই এক সঙ্গে খাওয়া-দাওয়া করে তাফরিনকে একা বাসায় রেখে, বাইরে থেকে তালা লাগিয়ে, ছোট ছেলেকে সঙ্গে নিয়ে কেনাকাটা করতে জুরাইন মার্কেটে যান তাঁরা। পরে রাত সাড়ে ৮টার দিকে তাঁরা বাসায় ফিরে ঘরের তালা খুলে ভেতরে ঢুকে দেখতে পান, বারান্দার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে ঝুলছে তাফরিন। সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, শিশুটির মা-বাবা দাবি করেছেন, খেলাচ্ছলে গলায় ফাঁস লাগতে পারে তাদের মেয়ের। তবে বিস্তারিত তদন্তের জন্য ঘটনাটি থানা-পুলিশকে জানানো হয়েছে। শিশুটির মরদেহ মর্গে রাখা হয়েছে।

অবহেলায় ‘ভুতুড়ে বাড়ি’ শহীদ জিয়া হল

রাজধানীর মিরপুরে বাটার শো-রুমে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

মামলা নিতে গড়িমসি, গুলশান থানার ওসি বরখাস্ত

জবি শিক্ষার্থীদের আবাসিক ভাতা প্রদানে কমিটি গঠন

জবিতে সার্টিফিকেট তুলতে আসা ছাত্রীকে হেনস্তা, মুচলেকা নিল প্রশাসন

কিশোরগঞ্জে ২ দিন ধরে পানি নেই হাসপাতালে, রোগীদের ভোগান্তি চরমে

এবার বাসে ওঠা নিয়ে ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

পুলিশ সুপারসহ দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

রাজধানী থেকে গ্রেপ্তার আ.লীগ নেতা শিশির কারাগারে

বাজারে মধ্যস্বত্বভোগী কমলে ইলিশের দাম কমানো সম্ভব: মৎস্য উপদেষ্টা

সেকশন