উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর বিমানবন্দরের মহাসড়কে শপিং ব্যাগের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ২৮২টি গুলি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর কাছ থেকে লুট হয়েছিল।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর থানাধীন কাওলা এলাকায় নির্মিত স্টিলের ফুটওভারব্রিজের নিচ থেকে গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে এসব গুলি উদ্ধার করা হয়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি এরশাদ আহমেদ বলেন, এসব গুলি টিস্যু শপিং ব্যাগে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। জব্দ করা গুলির মধ্যে সবুজ রঙের ১৫০টি, শেওলা রঙের ২৫টি, লাল-কালো রঙের ২৩টি, লাল রঙের ২২টি, আকাশি রঙের ২০টি, সাদা রঙের ১৬টি, কালো রঙের ১৪টি, ধূসর রঙের ৮টি, খয়েরি রঙের ৪টি গুলি ছিল।
অপরদিকে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘২৮২টি গুলি উদ্ধারের পর সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এসব গুলি থানার জমা দেওয়া হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া এসব গুলি কোনো থানা বা ফাঁড়ির পুলিশের কাছ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছিনিয়ে নেওয়া হয়েছিল।