নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মহাখালীতে একটি ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
এই দুর্ঘটনা ঘটে আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে। এ তথ্য নিশ্চিত করেছেন কাফরুল থানার এসআই আলমগীর জলীল। তিনি আজকের পত্রিকাকে বলেন, নিহতরা হলেন ওমর আইমান (২০) ও রায়ান (২০)। আহত পাঁচ জনের মধ্যে দুজন হলেন মহসিন (২৫) ও আহম্মদ।
তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে বা এ ব্যাপারে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। জানা যায়নি হতাহতদের পূর্ণ পরিচয়।