নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। গতকাল রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান।
আজ সোমবার তিনি আবেদনের বিষয়টি জানান। আগামীকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চে আবেদনটির শুনানি হতে পারে।
বেনজীরের বিষয়ে এর আগে কালের কণ্ঠে দুটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। পরে বেনজীরের বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অনুসন্ধান করতে ৪ এপ্রিল দুদক চেয়ারম্যানকে চিঠি দেন রিট আবেদনকারী রিগ্যান। চিঠিতে সাড়া না পেয়ে ১৮ এপ্রিল আইনি নোটিশ দেন তিনি। এরপরও সাড়া না পেয়ে ২১ এপ্রিল রিট করেন এই আইনজীবী।
এর আগে রোববার সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের অবৈধ সম্পদ অনুসন্ধান করে ব্যবস্থা নিতে দুদক কমিশনের চেয়ারম্যান বরাবর আবেদন করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।