নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টানা দুই দিন বন্ধ থাকার পর নিউমার্কেট এলাকায় দোকান খোলা শুরু হয়েছে। স্বাভাবিক হয়েছে সড়কের যান চলাচল। মার্কেট এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নিউমার্কেট এলাকায় গিয়ে দেখা যায়, কিছু কিছু দোকান খোলা শুরু হয়েছে। তবে সব মার্কেটের দোকান এখনো খোলেনি। বন্ধ দোকানগুলোর সামনে কর্মীদের অবস্থান লক্ষ করা গেছে।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ঢাকা কলেজ কর্তৃপক্ষ ও ছাত্রদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে নিউমার্কেট ও সংলগ্ন এলাকার ব্যবসায়ীরা সকাল থেকে দোকানপাট খুলতে শুরু করেছেন। সব পক্ষ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রসঙ্গত, সোমবার (১৮ এপ্রিল) রাত ১২টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। এই সংঘর্ষ চলে আজ মঙ্গলবার পুরো দিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্যও।
এ ঘটনায় নাহিদ হাসান (১৮) ও মোরসালিন (২৬) নামের দুজনে মারা গেছেন। দুজনই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নাহিদ হাসান একটি কোম্পানির ডেলিভারি বয় এবং মোরসালিন একটি দোকানের কর্মচারী ছিলেন।