গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে ক্রোক করা সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের মালিকানাধীন সম্পদ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম তদারকির জন্য কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক (মানি লন্ডারিং) মো. নূর-ই-আলম স্বাক্ষরিত এক চিঠিতে কমিটি গঠনের তথ্য জানানো হয়।
গোপালগঞ্জের জেলা প্রশাসককে (ডিসি) আহ্বায়ক করে ছয় সদস্যের এ কমিটি গঠন করা হয়। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি), জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট। কমিটিতে সদস্যসচিব করা হয়েছে দুর্নীতি দমন কমিশনের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালককে।
দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক (মানি লন্ডারিং) স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর ১৮গ (৩) বিধি অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের বৈরাগী টোল গ্রামের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের সব সম্পদ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণ ও তদারকি করবে।