হোম > সারা দেশ > ঢাকা

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল স্কুলছাত্রের

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও দুজন। আজ শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা এলাকার মাক্কির মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত স্কুলছাত্রের নাম শিশির মিয়া (১৬)। সে গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজ মাওনা গ্রামের মো. সফিক মিয়ার ছেলে। সে নিজ মাওনা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। গুরুতর আহত দুজন হলো জাহিদ (১৬) ও রাহাদ (১৬)। আহত দুজন একই স্কুলের ছাত্র বলে জানা গেছে। 

স্থানীয় বাসিন্দা আতিকুল ইসলাম বলেন, আজ দুপুরের পর দুই স্কুল বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ঘুরতে বের হয় শিশির। বাসায় ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে এতে ছিটকে পড়ে তিনজন। এ সময় ছিটকে পড়ে অপর আরেকটি গাছের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাতপ্রাপ্ত হয় শিশির। গুরুতর অবস্থায় তাকে নিজ মাওনা বাজারের নিয়ে আসলে তার মৃত্যু হয়। অপর দুই আহত ছাত্রকে মাওনা লাইফ কেয়ার হাসপাতালে নেওয়া হয়। 

মাওনা লাইফ কেয়ার হাসপাতালের ম্যানেজার আবুল হুসাইন বলেন, গুরুতর আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। 

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়েছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’ 

 

 

 

 

 

ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে ৩ কমিটি

টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা আটক

কিশোরগঞ্জের হাসপাতালে চলছে পানির মোটর বসানোর কাজ

নির্ভুল ভোটার তালিকা করতে সবার সহযোগিতা চাইলেন সিইসি

মারধরের মামলায় কুড়িগ্রামে আ.লীগ নেত্রী গ্রেপ্তার

যাদের দল করা দরকার তারা করুক: কাদের সিদ্দিকী

বুকে ব্যথা নিয়ে সিসিইউতে লুৎফুজ্জামান বাবর

হত্যা মামলায় আনিসুল, সালমানসহ ৫ জন আবারও রিমান্ডে

এবার ১৪৬ কোটি টাকার অবৈধ সম্পদের মামলায় গ্রেপ্তার আনিসুল

শাহবাগে বয়সসীমা ৩৫ করার দাবিতে চাকরিপ্রত্যাশীদের অবস্থান কর্মসূচি

সেকশন