হোম > সারা দেশ > ঢাকা

খিলগাঁওয়ে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ২২: ০৪
প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁও থেকে গত সোমবার গভীর রাতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের একটি দল। গ্রেপ্তার দুজন হলেন মো. নাসির উদ্দিন (৪৫) ও মো. ইমরান হোসেন (৪০)।

আজ মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খিলগাঁওয়ের পূর্ব গোড়ানের একটি বাসায় কয়েকজন অস্ত্র ব্যবসায়ী অস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র বিক্রির জন্য অবস্থান করছে খবর পেয়ে অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী নাসির উদ্দিন ও ইমরান হোসেনকে আটক করা হয়। তাঁদের হেফাজত থেকে একটি ৭.৬২ এমএম চায়নিজ পিস্তল, একটি তরাস ম্যাগাজিন, ৯ এমএম পিস্তলের ছয়টি গুলি ও ৭.৬২ এমএম চায়নিজ রাইফেলের নয়টি গুলি ও ছয়টি রামদা উদ্ধার করা হয়। তাঁরা একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দলের সক্রিয় সদস্য। জিজ্ঞাসাবাদে তাঁরা অস্ত্র ও গুলি কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে খিলগাঁও থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।

বিএসএমএমইউতে আওয়ামীপন্থী ডাক্তার–নার্সদের বিরুদ্ধে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় মামলা

হত্যাচেষ্টা মামলায় ৪ দিনের রিমান্ডে সালমান-পলক

মতিঝিলে পাহাড়িদের ওপর ‘স্টুডেন্টস ফর সভারেন্টির’ হামলা, আহত ১০ জন ঢামেকে

জবি ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর: লিখিত ঘোষণা না আসা পর্যন্ত চলবে শাটডাউন

সেকশন