হোম > সারা দেশ > ঢাকা

পাকুন্দিয়ায় শতাধিক কিশোরী পেল রঙিন ছাতা 

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে শতাধিক কিশোরীর মাঝে রঙিন ছাতা বিতরণ করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ছাতা বিতরণ করা হয়। 

জানা যায়, বেসরকারি এনজিও সংস্থা পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শতাধিক কিশোরীর মাঝে রঙিন ছাতা বিতরণ করা হয়। এ সময় বাল্যবিবাহ প্রতিরোধে কিশোরীদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে। 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে এনজিও সংস্থা পপি কিশোরী শিক্ষার্থীদের মাঝে রঙিন ছাতা বিতরণ করেছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর তাদের সহযোগিতা করে। এ সময় বাল্যবিবাহ ও নারী নির্যাতন সম্পর্কে কিশোরীদের সচেতন করা হয়। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কিশোরীদের হাতে ছাতা তুলে দেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত ও বেসরকারি এনজিও সংস্থা পপির কর্মকর্তাবৃন্দরা।

প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে পুলিশের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইউপিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

পোলো বাওয়া উৎসবে মাতলেন শত শিকারি

‘হাইব্রিড’ বলায় সংঘর্ষ দোকান-বাড়ি ভাঙচুর

পলাতক আসামি অনুষ্ঠানের অতিথি, খুঁজে পায়নি পুলিশ

‘দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা’

কবি নজরুলের নাতি বাবুল কাজী ‘লাইফ সাপোর্টে’

মানিকগঞ্জে নদীর তীরে পার্বণ নবান্ন উৎসব

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

সেকশন