নিজস্ব প্রতিবেদক, সাভার
কোটা সংস্কার আন্দোলনে দেশজুড়ে ছাত্র-জনতা হত্যার দায়ে সরকারের পদত্যাগে এক দফা দাবিতে বিক্ষোভ করেছেন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা।
আজ শনিবার রাত ১০টার দিকে শিক্ষার্থীরা এনাম মেডিকেলের সামনে মোমবাতি প্রজ্বলন করে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা সরকারবিরোধী নানা শ্লোগান দেন। তাঁরা শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে রাত ১১টার দিকে হাসপাতালের সামনে থেকে চলে যান।
আন্দোলনরত শিক্ষার্থীরা তাঁদের পরবর্তী কর্মসূচির বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ভিডিপি কমান্ডার আব্দুল আজিজ বলেন, ‘রাত ১০টার দিকে শিক্ষার্থীরা হাসপাতালের মূল ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন। আন্দোলনরত শিক্ষার্থীদের সকলেই এনাম মেডিকেল কলেজের শিক্ষার্থী।’