হোম > সারা দেশ > ঢাকা

ছাত্র ইউনিয়নের দুই নেতার মামলা প্রত্যাহারসহ ৩ দাবিতে জাবির প্রশাসনিক ভবন অবরোধ

জাবি প্রতিনিধি 

প্রশাসনিক ভবন অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। ছবি: আজকের পত্রিকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদকে অপসারণ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি শাখার (একাংশের) দুই নেতার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ও মামলা তুলে নেওয়াসহ তিন দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর ব্যানারে এই কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

এ সময় ভবনের ভেতরে বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য এবং কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখা হয়। পরবর্তীতে প্রশাসনের আর কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো—

১. শেখ মুজিবের গ্রাফিতি মুছে ধর্ষণবিরোধী গ্রাফিতি আঁকার দায়ে অমর্ত্য রায় এবং ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলীর নামে জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানা অবিলম্বে তুলে নিয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে;

২. বিগত প্রশাসনের করা স্বৈরাচারী বহিষ্কারাদেশ বাতিল করতে হবে;

৩. ২০১৯ সালের ৫ নভেম্বর ছাত্রলীগের হামলার প্রত্যক্ষ মদদদাতা ও অমর্ত্য-ঋদ্ধর বহিষ্কারের দাবিতে আন্দোলন করা শিক্ষক সোহেল আহমেদকে অবিলম্বে প্রো-ভিসি পদ থেকে অপসারণ করতে হবে।

বেলা ১টা ৩০ মিনিটের দিকে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে প্রথম দুটি দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করে নেন।

অমর্ত্য রায় বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি শাখা (একাংশের) সভাপতি। আর ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি শাখা (একাংশের) সাধারণ সম্পাদক।

নৃবিজ্ঞান বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী নূর এ তামীম স্রোত বলেন, ‘আমরা নতুন প্রশাসনকে প্রথম থেকেই দাবিগুলো সম্পর্কে অবগত করেছি। দুর্নীতি বিরোধী আন্দোলনে ২০১৯ সালের ৫ নভেম্বর ছাত্রলীগ যে হামলা করেছিল সেই হামলার প্রত্যক্ষ মদদদাতা ছিলেন অধ্যাপক সোহেল আহমেদ। এসব অতীত কর্মকাণ্ডের বাইরেও বর্তমানে তিনি শেখ হাসিনার শপিং লিস্ট বাস্তবায়নের জন্য অপ্রয়োজনীয় তৃতীয় রেজিস্ট্রার ভবনের জন্য স্থান নির্ধারণ করছে। আমরা চাই অতিদ্রুত আমাদের দাবি বাস্তবায়ন করা হোক এবং তাকে তার নিজ পদ থেকে অপসারণ করা হোক। "

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন ‘আমি এতটুকু আশ্বস্ত করতে পারি যে, অমর্ত্য রায় এবং ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলীর নামে জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তা কার্যকর হবে না। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পুলিশকে ঢুকতে হলে অবশ্যই প্রশাসনের অনুমতি নিতে হবে। "

এ ছাড়া প্রো-ভিসি অধ্যাপক সোহেল আহমেদের অব্যাহতির বিষয়ে তিনি বলেন, ‘একজন উপ-উপাচার্যের অব্যাহতির বিষয়ে কোনো এখতিয়ার আমাদের নেই। এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখবে।’

আফতাবনগরে ধুলা আর শব্দদূষণ

৩ বছরেও পৌঁছায়নি ইতালি, খবর এল নির্যাতনে মৃত্যুর

গণঅভ্যুত্থান নিয়ে বিশেষ প্রদর্শনী ‘জুলাই-জাগরণ’ শুরু কাল

মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশনে স্বতন্ত্র আইনের দাবি ব্যবসায়ীদের

চকচকে বাড়ি, বিলাসবহুল গাড়ি দিয়ে টিকে থাকা সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা

গ্রামীণ ফ্যাব্রিকসে অগ্নিসংযোগ: অজ্ঞাতনামা ৫০০ জনের বিরুদ্ধে মামলা

সখীপুরে ব্যবসায়ীর জবাই করা লাশ উদ্ধার

টঙ্গীতে কারখানায় টিফিন খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

জুলাই গণ-অভ্যুত্থান: আহতদের কনসালট্যান্সিতে ব্যয় ২৫ কোটি টাকা

বিচার বিভাগের স্বাধীনতায় বাধা সংবিধানের ১১৬ অনুচ্ছেদ, হাইকোর্টে শিশির মনির

সেকশন