নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পূর্ববিরোধ এবং আজ এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আবার সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার বেলা ১টার দিকে আইডিয়াল কলেজের সামনে থেকে এই সংঘর্ষের শুরু হয়। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ কয়েকটি টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করেছে।
এ ঘটনায় ল্যাবএইড হাসপাতালের পেছনের সড়ক গ্রিন রোড ও সায়েন্স ল্যাব মোড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
জানা গেছে, মনিপুর স্কুল থেকে পাস করা জিল্লুর নূর নামের এক শিক্ষার্থী ঢাকা কলেজের এলাকা দিয়ে বাসায় যাওয়ার সময় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে জিল্লুরের হাতের রগ কেটে যায়। পরে জিল্লুরের বন্ধুরা তাকে উদ্ধার করে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনার জেরে বেলা আড়াইটার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে আইডিয়াল কলেজের দিকে যায়। সেখানে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর পুলিশ ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ঢাকা কলেজের ভেতরে পাঠিয়ে দেয়।
এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েকটি টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা পুলিশের একটি টহল গাড়ি তখন ভাঙচুর করে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমরা পরিস্থিত নিয়ন্ত্রণে কাজ করছি।’ তিনি আরও বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা সড়কের কয়েকটি গাড়িও ভাঙচুর করেছে।
এদিকে আজ রোববার সায়েন্স ল্যাব এলাকার একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। এমন ঘটনার দিনে বিস্ফোরণস্থলের কাছেই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের বাস ভাঙচুর করে। এ ঘটনার জেরে ওই দিন ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের সামনে এসে নামফলক খুলে নিয়ে যায়।