নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পেমেন্ট গেটওয়ে ফস্টারে আটকে থাকা টাকা সাত দিনের মধ্যে ফিরিয়ে দেওয়াসহ চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ভুক্তভোগীরা। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে কিউকম কাস্টমার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী রাসেল মিয়া বলেন, 'মালিক তো জেলে, তাইলে আমাদের টাকা দেবে কে?'
ভুক্তভোগীরা দাবি করেন, তাদের টাকা এসক্রো সেবাদানকারী প্রতিষ্ঠান ফস্টারে আটকে আছে। ফস্টারের ব্যাংক হিসাবও স্থগিত হয়েছে। ফস্টারকে নজরদারির মধ্যে রেখে খুলে দিয়ে গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তাঁরা।
কিউকম ভুক্তভোগী আহমেদ রসূল বলেন, `বাণিজ্য মন্ত্রণালয় নীতিমালা দেওয়ার পরে আমরা কিউকমে বিনিয়োগ করেছি। তাহলে আমাদের দোষটা কোথায়? পেমেন্ট গেটওয়ে টাকা আটকে রাখছে। সেটা উদ্ধারের ব্যবস্থা না করে কিউকমের মালিকদের জেলে ঢোকানো হলো। তাহলে আমাদের টাকা দেবে কে?'
মানববন্ধনে আসা ভুক্তভোগীদের চার দফা দাবি হলো:
১. ফস্টারকে বাংলাদেশ ব্যাংকের নজরে রেখে গ্রাহকের টাকা ফেরত দেওয়ার জন্য অনুমতি দেওয়া।
২. ফস্টারে স্ক্রো সিস্টেমে কিউকম গ্রাহকদের আটকানো টাকা সাত দিনের মধ্যে ফিরিয়ে দেওয়া।
৩. ফস্টারের সিস্টেম অটোমেশন করা।
৪. আইনি কাঠামোর মাধমে কিউকমকে ব্যবসা পরিচালনা করতে দেওয়া।
অনলাইন প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে কিউকমের মালিক রিপন মিয়া বর্তমানে কারাগারে আছেন। গত ৪ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।