হোম > সারা দেশ > ঢাকা

বিদ্যুতের লুকোচুরি, প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন 

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের ছয় ইউনিয়নে অসহনীয় লোডশেডিং। ভ্যাপসা গরমে মানুষের ভোগান্তি চরমে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে বিদ্যুতের লুকোচুরি খেলা। 

মিঠামইন পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস সূত্রে জানা যায়, শরৎকালে এই ভ্যাপসা গরমে জাতীয়ভাবে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদিত না হওয়ায় সরবরাহে কিছু সমস্যা হচ্ছে। অচিরেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে জানানো হয়।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অষ্টগ্রাম পল্লী বিদ্যুৎ এরিয়া অফিসের পূর্ব অষ্টগ্রাম, কলমা, দেওঘর, বাঙ্গালপাড়া ইউনিয়নে এক ঘণ্টা পর পর লোড শেডিং হয়।  আব্দুল্লাহপুর ও আদমপুর ইউনিয়নেও ব্যাপক লোডশেডিংয়ের খবর পাওয়া গেছে। এ সময় কয়েক হাজার গ্রাহক চরম বিপাকে পড়ে। 

দেওঘর ইউনিয়নের শেখ বোরহান উদ্দিন বলেন, গরম যত বাড়ে, বিদ্যুৎ তত কমে। এই অসহনীয় গরমে দুই-তিন ঘণ্টা বিদ্যুৎ ছিল মনে হয়। গতকাল মঙ্গলবার রাতে মনে হলো বিদ্যুৎ লুকোচুরি খেলা শুরু করেছে।

খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের বিল্লাল হোসেন বলেন, সন্ধ্যায় কারেন্ট গিয়ে এল রাত ১২টায়। ১৫ মিনিট পর আবার গেল। সারা রাতে দুই-আড়াই ঘণ্টা বিদ্যুৎ ছিল। এই গরমে মানুষ অতিষ্ঠ  বিদ্যুৎ ছাড়া। এর সমাধান দরকার। 

মিঠামইন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী জসিম উদ্দিন বলেন, জাতীয়ভাবে উৎপাদনের তুলনায় রাতে চাহিদা বেড়ে যাওয়ায় কিছু কিছু এলাকায় সরবরাহ সাময়িক বন্ধ রাখতে হচ্ছে। দিনে কোনো  সমস্যা হচ্ছে না। 

বাজারে মধ্যস্বত্বভোগী কমলে ইলিশের দাম কমানো সম্ভব: মৎস্য উপদেষ্টা

জাবিতে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল ছাত্রদল

৩৬০ টন জ্বালানি তেলবাহী জাহাজে ডাকাতি, গ্রেপ্তার ৮

বিএফআইইউয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন

শিবচরে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

এস কে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার

বকেয়া বেতন ও চাকরি স্থায়ীর দাবিতে মন্ত্রণালয়ের সামনের রেলওয়ে গেটকিপারদের অবস্থান

প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে পুলিশের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইউপিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

সেকশন