নিজস্ব প্রতিবেদক
ঢাকা: রাজধানীর মহাখালীর সাততলা টেমুর মোড় বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে প্রায় তিন ঘণ্টা ফায়ার সার্ভিসের ১৮ টি ইউনিট কাজ করেছে। পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে বলছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
আজ সোমবার (৭ জুন) ভোররাত ৪টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। সকাল ৬ টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মহাখালী বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে দাউ দাউ করে জ্বলেছে টিন ও কাঠের ঘরগুলো। সর্বশেষ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৮ টি ইউনিট কাজ করেছে। বস্তির আশপাশে পানি সংযোগ না থাকায় পানি সংকটে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয়েছে।
ভোরে খবর পেয়ে টেমুর মোড় বস্তিতে প্রথমে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট। পরে কয়েক ধাপে আরও কয়েকটি ইউনিট যোগ হয়। তবে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি বস্তির বাসিন্দারাও আগুন নেভানোর কাজে যোগ দেন।
জানা গেছে, এ বস্তিতে প্রায় দুই হাজার ঘর রয়েছে। ইতিমধ্যে অন্তত পাঁচ শতাধিক ঘর আগুনে পুড়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তা ছাড়া আগুনের সূত্রপাত সম্পর্কেও নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
সর্বশেষ গত বছরের ২৪ নভেম্বর এই বস্তিতে আগুন লাগে। তার আগেও একাধিকবার এই বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেবারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এই বস্তিবাসীদের।
একটুপরে ঘটনাস্থল থেকে এ বিষয়ে কথা বলবেন ফায়ার সার্ভিসে মহাপরিচালক।